ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘এটি মাত্র শুরু’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এটি মাত্র শুরু’

সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার বলিউড। ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের মাধ্যমে অনেকেই তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনা প্রকাশ করছেন। সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন মনে করছেন, এটি এই অন্দোলনের মাত্র শুরু।

একটি ফ্যাশন শোয়ে হাজির হয়ে সাংবাদিকদের সুস্মিতা সেন বলেন, ‘এটি মাত্র শুরু। আমাদের এগুলো শুনে বিশ্বাস করতে হবে। আপনাদের এই বাস্তবতা বুঝতে হবে-যখন কোনো ব্যক্তি অপর একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবেন আপনারা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু যখন একই ব্যক্তির বিরুদ্ধে ৫০টি অভিযোগ ওঠে, এর মধ্যে কিছুটা সত্যতা অবশ্যই রয়েছে। তাদের কথা নিরপেক্ষভাবে শুনতে হবে। ন্যায়বিচারের জয় হবেই।’

ম্যায় হু না সিনেমাখ্যাত এ অভিনেত্রী আরো বলেন, ‘আমি সবার জন্য গর্বিত। আর এখানে কোনো নারী-পুরুষ ভেদাভেদ নেই। আমি মনে করি, সবাই সংঘবদ্ধ হয়ে তাদের কথা প্রকাশ করছে, এটি শক্তিশালী একটি বিষয়। জীবনে এমন একটি বিষয়ের সাক্ষী হতে পেরে নারী হিসেবে গর্ববোধ করছি।’

দাসতাক, স্রিফ তুম, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়াসহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে সুস্মিতাকে। তার সর্বশেষ বলিউড সিনেমা নো প্রবলেম। ২০১০ সালে মুক্তি পায় এটি। এর মধ্যে অবশ্য সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা নির্বাক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি মুক্তি পায় ২০১৫ সালে। শোনা যাচ্ছে, খুব শিগগির নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন সুস্মিতা।




রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়