ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নেইমার-কাভানিদের নতুন কোচ টুখেল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমার-কাভানিদের নতুন কোচ টুখেল

ক্রীড়া ডেস্ক: চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন উনাই এমেরি।

তার জায়গায় পিএসজি নিয়োগ দিয়েছে থমাস টুখেলকে। নেইমার, কাভানি, ডি মারিয়া ও দানি আলভেজদের কোচ হিসেবে দুই বছর কাজ করবেন টুখেল।

২০১৭ সালে জার্মান লিগ বুন্দেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ড ছাড়েন টুখেল। এরপর কোথায় কাজ করেননি। ৪৪ বছর বয়সি এ কোচ বরুসিয়ায় দুই বছর ছিলেন। এর আগে ২০১৫ সালে লিভারপুলের দায়িত্বেও ছিলেন টুখেল। পিএসজিতে যোগ দিয়ে টুখেল বলেন,‘আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি আমি গ্রেট ফুটবল ক্লাব পিএসজিতে যোগ দিচ্ছি। ভালোমানের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে। তারা এই মুহূর্তে বিশ্বসেরা। অন্যান্য সহকর্মীদের নিয়ে আমরা তাদেরকে সর্বোচ্চ প্রশিক্ষণ দিয়ে তাদের থেকে সেরা ফল বের করার চেষ্টা করবো। দারুণ একটি চ্যালেঞ্জ আমার জন্য সামনে অপেক্ষা করছে। আমিও পিএসজিকে নতুন করে আবিস্কারের অপেক্ষায় আছি।’

পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খালেফি বলেছেন,‘থমাস বেশ প্রতিদ্বন্দ্বী ইউরোপীয়ান কোচ। সাম্প্রতিক সময়ে তার সাফল্য ঈর্ষণীয়। তার অসাধারণ ব্যক্তিত্ব এবং সামনে এগিয়ে যাওয়ার তাড়ণা পিএজিকে বড় সাফল্য পেতে ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জেতার পরও স্প্যানিশ কোচ এমেরির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি পিএসজি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়