ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দেবী’ দর্শকদের সন্তুষ্ট করবে : জয়া

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেবী’ দর্শকদের সন্তুষ্ট করবে : জয়া

জয়া আহসান

বিনোদন ডেস্ক : বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্রটি আগামী ১৯ অক্টোবর মুক্তির তারিখ চূড়ান্ত করেছে সহ-প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। এদিকে সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রটি দেখে গত সপ্তাহেই অনুদান কমিটিও তাদের অনুমোদন দিয়েছেন। এটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

জয়া আহসান বলেন, ‘‘দেবী’ চলচ্চিত্র নিয়ে দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণে চলচ্চিত্রটির মুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করিনি। সব পক্ষের সম্মতি নিয়ে ১৯ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি।’’

মুক্তিকে সামনে রেখে অনেক দিন ধরেই নানাভাবে চলচ্চিত্রটির প্রচার করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ক্যাম্পেইন থেকে শুরু করে দেশের অভিনয়শিল্পীদের পাশাপাশি কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীরা ভিডিও বার্তার মাধ্যমে প্রচার চালাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেন জয়া আহসান। এ সময় তিনি বলেন, ‘চলচ্চিত্রের প্রতি গভীর আবেগই হুমায়ূন আহমেদের বিখ্যাত দেবী উপন্যাস চলচ্চিত্রে রূপ দিতে অনুপ্রেরণা দিয়েছে। এতে বাংলাদেশের নারীদের নিরাপত্তার কথা বলা হয়েছে। আমি দৃঢ়ভাবে আশ্বস্ত করছি, চলচ্চিত্রটি দর্শকদের সন্তুষ্ট করবে। এর মধ্যে তারা তাদের রানুকে পাবেন।’

বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়া বলেন, ‘বাংলাদেশে ধীরে ধীরে চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণের জায়গা তৈরি হচ্ছে। আমি আশাবাদী, এরকম চলচ্চিত্র এক সময় সারা বিশ্বের বাঙালিদের হৃদয় জয় করবে।’

জয়া-চঞ্চল ছাড়াও ‘দেবী’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়