ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাড়ে ৬ কোটি টাকার টিভি জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়ে ৬ কোটি টাকার টিভি জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার কার্যক্রমে শুল্ক করসহ মোট ৬ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ১১২ টাকার আটককৃত পণ্যের মধ্যে বিভিন্ন ব্রান্ডের টিভি রয়েছে।

বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, এমএস মাল্টমোড নামের প্রতিষ্ঠানের আমদানিকৃত চালানটির খালাসের দায়িত্বে নিয়োজিত সি অ্যান্ড এফ এজেন্ট ছিল বার্ড কার্গো লিনার। শুল্ক গোয়েন্দার কাছে তথ্য থাকায় পণ্য চালানটি পরীক্ষা করা হয়। ১৫৮৩টি সোলার প্যানেলে ঘোষণা থাকলেও পরীক্ষায় মোট ১৫৯৬টি স্মার্ট টিভি পাওয়া যায়। শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ছয় কোটি ৪২ লাখ ৮৯ হাজার ১১২ টাকা।




রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়