ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জ্যাকেট নিয়ে সমালোচনার মুখে মেলানিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫০, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ্যাকেট নিয়ে সমালোচনার মুখে মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে অভিবাসী শিশু আটককেন্দ্রে যাওয়ার সময় পরা জ্যাকেট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মূলত: জ্যাকেটের পেছনের লেখাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এই ক্ষোভ বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ফ্যাশন হাউজ জারার ৩০ ডলার মূল্যের ওই জ্যাকেটর পেছনে লেখা ছিল ‘আমি সত্যিই পরোয়া করি না, আপনি করেন?’

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীরা লিখেছেন, যেখানে অভিবাসী শিশুদের তাদের মায়েদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে সেখানে এ ধরণের লেখা সম্বলিত জ্যাকেট পরে মেলানিয়া বোঝাতে চাইছেন তিনি এসবের পরোয়া করেন না।

ট্রাম্প অবশ্য এ ব্যাপারে তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই পরোয়া করি না, আপনি করেন?-মেলানিয়ার জ্যাকেটের পেছনের এই লেখাটি ভুয়া সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে। মেলানিয়া বুঝতে পেরেছে এরা কতোটা অসৎ এবং সত্যিকারার্থেই সে আর তাদের পরোয়া করে না।’

অবশ্য মেলানিয়ার মুখপাত্র যে বিবৃতি দিয়েছেন তাতে ট্রাম্পের মন্তব্যের উল্টোটাই প্রতিফলিত হয়েছে।  টুইটারে দেওয়া বিৃবতিতে তিনি লিখেছেন, ফার্স্ট লেডির এই জ্যাকেট পরার পেছনে কোনো গোপন বার্তা ছিল না।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়