ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নব্বইয়ের ঘরে দ্বিতীয় মুস্তাফিজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নব্বইয়ের ঘরে দ্বিতীয় মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবথেকে বাজে বোলিংয়ের রেকর্ড শফিউল ইসলামের।

ডানেডিনের ‘ছোট্ট’ মাঠে বড় লজ্জা সঙ্গী হলো মুস্তাফিজুর রহমানের। অভিষেকে পাঁচ উইকেট পাওয়া এ পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খরচ করেছেন ৯৩ রান। ১০ ওভারে ৯৩ রান দিয়ে ২ উইকেট পকেটে পুরেছেন বাঁহাতি পেসার। নব্বইয়ের ঘরে এবারই প্রথম ঢুকলেন মুস্তাফিজ।

অবশ্য বাংলাদেশের হয়ে সবথেকে বাজে বোলিংয়ের রেকর্ড তার দখলে নেই। পেসার শফিউল ইসলাম রয়েছেন শীর্ষে। ২০১০ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন শফিউল। একই বছরের জুনে ডাম্বুলাতে পাকিস্তানের বিপক্ষে শফিউল ১০ ওভারে খরচ করেন ৯৫ রান। ৯৩ রান দিয়ে তিনে মুস্তাফিজ। এরপর নব্বইয়ের ঘরে নেই আর কোনো ক্রিকেটার।

আজকের বিবর্ণ বোলিংয়ে একটি রেকর্ড অবশ্য নিজের করে নিয়েছেন মুস্তাফিজ। নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে সবথেকে বেশি রান খরচ করা বোলার এখন মুস্তাফিজ। ২০১০সালে নেপিয়ারে নাজমুল হোসেন ৯ ওভারে দিয়েছিলেন ৭৮ রান।




রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়