ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুদ্রার উল্টো পিঠও দেখলেন জোসেফ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুদ্রার উল্টো পিঠও দেখলেন জোসেফ

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটা ভুলে যেতে চাইবেন আলজারি জোসেফ

ক্রীড়া ডেস্ক : আলজারি জোসেফের আইপিএল অভিষেক হয়েছিল স্বপ্নের মতো। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে । এক সপ্তাহের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠও দেখে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার স্বাগতিক মুম্বাইকে ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। জস বাটলারের ৪৩ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংসে ১৮৮ রানের লক্ষ্যটা তিন বল বাকি থাকতে পেরিয়ে যায় রাজস্থান।

আর কোপটা পড়েছে জোসেফের ওপরই। ২২ বছর বয়সি পেসার ৩ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। আইপিএলের ইতিহাসে ৩ ওভারে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে এসে জোসেফ খরচ করেন ৮ রান। নিজের পরের ওভারে রান দেন ১৭। প্রথম দুই ওভারে ২৫। আর তৃতীয় ওভারে দিয়েছেন প্রথম দুই ওভারের চেয়েও ৩ রান বেশি!

ইনিংসের সেটি ছিল ১৩তম ওভার। তখন ৪৮ বলে রাজস্থানের দরকার ছিল ৭০। বাটলার ছয় বাউন্ডারিতে জোসেফের ওই ওভার থেকেই তোলেন ২৮ রান! প্রথম ও শেষ বলে ছক্কা, মাঝের চার বলে চারটি চার।

জোসেফ আইপিএল অভিষেকে ৩.৪ ওভারে একটি মেডেনে ১২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। পরের দুই ম্যাচ মিলিয়ে ৫ ওভারে কোনো উইকেট পাননি, রান দিয়েছেন ৭৫!

অবশ্য দুঃসময়ে জোসেফের পাশেই দাঁড়াচ্ছেন তার সতীর্থ ইশান কিশান, ‘ক্রিকেটে এমনটা হতেই পারে। সে কম পুঁজি নিয়েও আমাদের একটা ম্যাচ জিতিয়েছে। তবে ওই ওভারটা (১৩তম) বেশ গুরুত্বপূর্ণ ছিল। ওই ওভারেই মোমেন্টামটা রাজস্থানের পক্ষে চলে যায়।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়