ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো নিয়ে রিট

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো নিয়ে রিট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিরুদ্ধে করা রিটের শুনানি হয়েছে।

রোববার  বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন।

আদালতে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ‘ড. রুশাদ ফরিদীর বাধ্যতামূলক ছুটির আদেশের বিরুদ্ধে করা রিটের প্রাথমিক শুনানি আজ হয়েছে। আগামীকাল আবার শুনানি হবে। আশা করি, কাল অ্যাটর্নি জেনারেল শুনানিতে থাকবেন।’

জ্যোতির্ময় বড়ুয়া জানান, কোনো রকম কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধ্যাপক রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। যার বিরুদ্ধে গত বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়