ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কিছু সদস্যের জন্য পুরো বাহিনী দায়ী নয়

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিছু সদস্যের জন্য পুরো বাহিনী দায়ী নয়

নিজস্ব প্রতিবেদক : সাত খুনের ঘটনায় র‌্যাবের কিছু সদস্যের কারণে গোটা বাহিনীকে দায়ী করা যায় না বলে  পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। সাত খুনের মামলার রায়ে আদালত এ কথা বলেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, র‌্যাব একটি এলিট ফোর্স, তাদের দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। তারা জনগণের নিরাপত্তা দেওয়া ও রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় অনেক কাজ করেছে, কিন্তু এ বাহিনীর কিছু সদস্যের কারণে গোটা বাহিনীকে দায়ী করা যায় না। তারা যে অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য।

হাইকোর্ট রায়ে মামলার প্রধান চার আসামিসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ৯ জনের বিচারিক আদালতের সাজা বহাল রেখেছেন আদালত।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়