ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান মেনে চলতে নির্দেশনা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান মেনে চলতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বিশেষ বিধান যথাযথভাবে মেনে চলতে অধস্তন আদালতের প্রতি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন স্বাক্ষরিত সার্কুলারে  বলা হয়, দেশের কোনো কোনো আদালতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ১৯ ধারায়, অপ্রাপ্তবয়স্কদের বিবাহ অনুষ্ঠানের আবেদনে কোনো প্রকার তদন্ত, অনুসন্ধান ছাড়াই অনুমোদন দেওয়া হচ্ছে। এতে আইন প্রণয়নের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।  অপ্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর স্বার্থ বিঘ্নিত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

সার্কুলারে আরো বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ১৯ ধারায় নিতান্তই ব্যতিক্রম হিসেবে কোনো বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থ, আদালতের নির্দেশ ও পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বাল্যবিবাহ অনুষ্ঠানের বিশেষ বিধান সন্নিবেশিত করা হয়েছে। এ বিশেষ বিধানটি আইনের ব্যতিক্রম হিসেবে সর্বাবস্থায় সর্বোচ্চ সতকর্তার সাথে প্রয়োগযোগ্য। আবার এ আইনের অধীন কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে ঘটনার সত্যতা নিরুপণের নিমিত্তে আদালতকে এ আইনের ১৬ ধারায় সরেজমিন তদন্ত করার এখতিয়ার প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ একটি বিশেষ আইন। এ আইনে অপ্রাপ্তবয়স্ক পুরুষ (২১ বছর পূর্ণ করেন নাই এমন কোনো পুরুষ) এবং মহিলা(১৮ বছর পূর্ণ করেন নাই এমন নারী) এর বিবাহ নিষিদ্ধ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়