ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানুষ প্রহর গুনছে : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষ প্রহর গুনছে : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার হিংস্র আচরণ করছে, এ অভিযোগ করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের (আওয়ামী লীগ) হাত থেকে নিস্তার পেতে মানুষ প্রহর গুনছে।

রোববার এক বিবৃতিতে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদকে বারবার রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, এ অভিযোগ করে বিবৃতি দেওয়া হয়।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সাদাত আহমেদকে দীর্ঘদিন গুম করে রাখার পর গত ৩০ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই বারবার রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণকে ভীত-সন্ত্রস্ত রাখতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করা হচ্ছে। বাড়ি থেকে বের হয়ে যেকোনো মানুষকে নিরাপদে ঘরে ফিরতে সবসময় আতঙ্কগ্রস্ত থাকতে হয়।’

তিনি আরো বলেন, ‘গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ দুঃশাসনে জর্জরিত দেশের মানুষ এখন বর্তমান স্বেচ্ছাচারী সরকারের কবল থেকে নিস্তার পেতে প্রহর গুণছে।’

সাদাত আহমেদকে বারবার রিমান্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়