ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যাক্রিডিটেড মেডিয়েটর সনদ পেলেন আরো ১৩ আইনজীবী

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাক্রিডিটেড মেডিয়েটর সনদ পেলেন আরো ১৩ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টেরসহ দেশের ১৩ জন আইনজীবীকে দ্বিতীয় ধাপে অ্যাক্রিডিটেড মেডিয়েটর সার্টিফিকেট প্রদান করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি।

শনিবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সার্টিফিকেট তুলে দেন চাটার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্স (ইউকে) এর কোর্স ডিরেক্টর ইনবাভিজান, আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর ইরাম মজিদ।

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সার্টিফায়েড মেডিয়েটর (আইআইএএম) অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।

সার্টিফিকেটপ্রাপ্তরা হলেন- মো. মাসদার হোসাইন, মো. হজরত আলী বেলাল, মো. জাকির হোসাইন, মো. হাবিবুর রহমান সরকার, মো. আজিজুর রহমান, ফাতিনা জারা আক্তার খান, মো. তৌহিদুর রহমান, মো. শাহিনুর ইসলাম, কাজী মোরতাজ আহমেদ, সৈয়দ তাজুল ইসলাম, হরিদাস পাল, শাইলী জারিন তাসনিম ও রিয়াসাত আজমী।

মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, ‘আন্তর্জাতিক মেডিয়েটর দ্বারা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্বিতীয় ধাপে ১৩ জনকে অ্যাক্রিডিটেড মেডিয়েটর (জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত) সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সার্টিফিকেটপ্রাপ্তরা এখন থেকে উচ্চ আদালতসহ দেশের সব আদালতে মেডিয়েটর (সালিশকারক) হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করলেন।’

এর আগে গত ২০-২১ ডিসেম্বর প্রথম পর্বে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষে ২৮ জন আইনজীবীকে ‘অ্যাক্রিডিটেড মেডিয়েটর’ সনদ দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়