ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোনালদো-মেসির সঙ্গে তুলনায় ‘ব্রিবত’ সালাহ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদো-মেসির সঙ্গে তুলনায় ‘ব্রিবত’ সালাহ

ক্রীড়া ডেস্ক: চলতি মৌসুমে ৫০ ম্যাচে ৪৩ গোল করে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছেন তুরষ্কের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

লিভারপুলের এ তারকা ফুটবলার ব্যালন ডি অরে’র লড়াইয়ে আছেন তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই তাকে তুলনা করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই দুই আইকনের সঙ্গে তুলনা করায় ‘বিব্রত’ সালাহ। মাত্র ৩৬.৯ মিলিয়ন ইউরোতে রোমা থেকে তাকে উড়িয়ে আনে লিভারপুল।

মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দেন সালাহ। অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলকে ইংলিশ লিগের শিরোপা জেতাতে না পারলেও সেরাদের লড়াইয়ে রেখেছেন। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন। ভাগ্য সহায়তা করলে মোহাম্মদ সালাহর হাতে ২৬ মে উঠতেও পারে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এরই মধ্যে তিনটি ট্রফি উঠেছে সালাহর শোকেসে। লিভারপুলের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি, খেলোয়াড়দের ভোটে প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার পান সালাহ। এরপর রেকর্ড ভোট পেয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ব্যালন ডি অরের লড়াইয়ে আছেন সালাহ। ২৫ বছর বয়সি এ তারকা ব্যালন ডি অর জিততে মুখিয়ে আছেন কিন্তু মেসি ও রোনালদোর সঙ্গে তুলনায় যেতে চান না। তার মতে, মেসি ও রোনালদো গত কয়েক বছরে যে ধারাবাহিকতা দেখিয়ে আসছে সেটা তার ধরে রাখতে হবে। তুরস্কের টিভি চ্যানেল অন ই কে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন,‘আমি বলবো না তাদের সঙ্গে আমাকে তুলনা করায় আমি খুশি না। কিন্তু তারা গত ১০-১১ বছর ধরে শীর্ষে থেকে আসছে। তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা অসাধারণ। আমার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শুধু আগামী মৌসুম নয়, আগামী কয়েক মৌসুম। আশা করছি আমি পারবো। তারা দুজনই গ্রেট প্লেয়ার।’

ইনফর্ম সালাহ তার বর্তমান নিয়ে বেশি উদ্বিগ্ন। তাইতো নিজের খেলা নিয়েই বেশি চিন্তা তার। আজকের অবস্থানে আসতে সালাহ অনুসরণ করেছেন তিন আইকন ফুটবলারকে। সালাহর মুখেই শুনন তাদের নাম,‘আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তাদের প্রতি আমার ভালোবাসা ছিল এবং তারা ছিল ধ্রুবতারা। জিনেদিন জিদান, রোনালদো এবং টট্টি; তাদেরকে আমি সবথেকে বেশি ভালোবাসি। তাদের খেলা দেখতে সবচেয়ে ভালোবাসি।’

‘রোমায় আমি টট্টির সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। আমাদের দুজনের সম্পর্কও দারুণ। আমরা এখনও ভালো বন্ধু। তবে আমি দিয়াগো ম্যারাডোনা এবং পেলের খেলা দেখিনি।’

তথ্যসূত্র: গোলডটকম




রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়