ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উইকেটের ‘সেঞ্চুরি’ আমিরের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইকেটের ‘সেঞ্চুরি’ আমিরের

ক্রীড়া ডেস্ক: ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন মোহাম্মদ আমির। এর আগে ৫১ টেস্ট উইকেট পেয়েছিলেন মাত্র ১৪ ম্যাচে। দীর্ঘসময় অপেক্ষার পর বাঁহাতি এ পেসারের উইকেট সংখ্যা তিন অঙ্কের ঘরে পৌঁছাল।

টেস্ট আঙ্গিনায় পা রাখা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে পাকিস্তান। ৯৫ উইকেট নিয়ে খেলতে নামা আমির প্রথম ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট। সোমবার দ্বিতীয় ইনিংসে আমিরের শিকার ৩ উইকেট। তাতেই উইকেটের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেন আমির।

হাঁটুতে খানিকটা চোট নিয়ে সোমবার মাঠে নামেন আমির। নিজের করা ২৯তম বলে আমির পান প্রথম সাফল্য। নেইল ও’ ব্রায়েনের উইকেট নেন বাঁহাতি পেসার। পাঁচ বল পর আমির তুলে নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টফিল্ডের উইকেট। ছয় বলের ব্যবধানে কোনো রান না দিয়ে দুই উইকেট।
 


মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আমির তুলে নেন গ্যারি উইলসনের উইকেট। আর এই উইকেট নিয়ে শততম টেস্ট উইকেটের স্বাদ পান ২৬ বছর বয়সি এ পেসার। ৩১ ম্যাচে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা একশটি, বোলিং গড় ৩১.৪৫।

১৭তম পাকিস্তানি বোলার হিসেবে টেস্টে একশ উইকেটের স্বাদ পেলেন আমির। তবে ওয়াসিম আকরামের পর দ্বিতীয় বাঁহাতি পেসার হিসেবে এ কীর্তি গড়লেন আমির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়