ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কমিশনার আরিফের পক্ষে যুক্তি উপস্থাপন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমিশনার আরিফের পক্ষে যুক্তি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতা ও প্রাক্তন কমিশনার আরিফুল ইসলামের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবী।

সোমবার রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে আরিফুল ইসলামের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আবদুস সোবহান তরফদার। তবে এদিন তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আদালত আগামীকাল মঙ্গলবার অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।

এ মামলায় এখন পর্যন্ত ৩৬ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আর আরিফুল ইসলামের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলমান।

মামলার প্রধান প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমানের সহযোগী আইনজীবী একরামুল হক শ্যামল বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১ জানুয়ারি মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করে যুক্তিতর্ক পেশ শেষ করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় দলটির মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে যান।



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়