ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সোয়া কোটি টাকার রাজস্ব আদায়

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোয়া কোটি টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল ও চট্টগ্রামে পৃথক অভিযানে এক কোটি ২৮ লাখ টাকার শুল্ক আদায় করেছে শুল্ক গোয়েন্দা।

অভিযানে চট্টগ্রামে খালাসকালে কৃষি জাতীয় পণ্য থেকে ৯০ লাখ টাকার শুল্ক এবং বেনাপোল থেকে পণ্য খালাসকালে ৩৮ লাখ ৪৮ হাজার টাকা শুল্ক আদায় করেছে সংস্থাটি।

সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, ঘোষণাবহির্ভূত পণ্য আমদানি করায় চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে শুল্ককরসহ আনুমানিক  মূল্য ৯০ লাখ টাকার পণ্যের চালান আটক করা হয়। এস এ কে ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানিকৃত চালানটির শতভাগ কায়িক পরীক্ষায় কৃষি যন্ত্রাংশ আটক করে শুল্ককরসহ মোট ৯০ লাখ টাকা (জরিমানা ব্যতিত) আদায়ের জন্য কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে ঘোষণাতিরিক্ত পণ্য আমদানি করায় বেনাপোলে আমদানিকারক এম/এস চৌধুরী ট্রেডার্সের মাধ্যমে আমদানিকৃত একটি চালানের কায়িক পরীক্ষায় আমদানিকারকের ঘোষণা  অতিরিক্ত শুল্ক করসহ ৩৮ লাখ ৪৭ হাজার ৮৬৭ টাকার পণ্য  আটক করে রাজস্ব আদায় করা হয়। শুল্ক গোয়েন্দাদের  পদক্ষেপের ফলে সরকারের রাজস্ব সুরক্ষিত হয়েছে বলে সংস্থাটি মনে করে।




রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়