ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেষ ওভারে মুস্তাফিজকে কী বলেছিলেন মিরাজ?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ ওভারে মুস্তাফিজকে কী বলেছিলেন মিরাজ?

ক্রীড়া প্রতিবেদক : শেষ ওভারে ডিফেন্ড করার জন্য মুস্তাফিজুর রহমান পেয়েছিলেন ৮ রান। অসাধারণ বোলিংয়ে বাঁহাতি এই পেসার দিয়েছেন মাত্র ৩ রান। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ রানের দুর্দান্ত জয় পেয়েছে রাজশাহী কিংস। শেষ ওভারে মুস্তাফিজকে কী পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ?

মিরপুরে রোববার শেষ ওভার শুরুর আগে দেখা যায়, সতীর্থ মোহাম্মদ হাফিজ এগিয়ে এসে মুস্তাফিজকে কিছু একটা বলছিলেন। এগিয়ে গিয়ে মিরাজও আবার কিছু একটা বলেন বোলারকে। মুস্তাফিজকে ঠিক কী বলেছিলেন তিনি?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর অধিনায়ক বললেন, মুস্তাফিজকে তার নিজের মতো করে বোলিং করার কথাই বলেছিলেন তিনি,‘মুস্তাফিজকে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, আমার কথা, সৌম্য সরকার ভাইয়ের কথা কিংবা হাফিজ ভাইয়ের কথাও শোনার দরকার নেই! ও যদি নিজের পরিকল্পনায় ভালো বোলিং করে তবে ভালো করে। তিনজনের কথা যখন মাথায় নেবে নিজেরটা করতে পারবে না। বলেছি তুই ফিল্ড সেটআপ করে, তোর মতো বোলিং কর।’

‘সৌম্য ভাইও একই কথা বলেছে। কিন্তু হাফিজ ভাই বিভিন্ন রকম কথা বলতেছিল। আমি আর সৌম্য ভাই বলছিলাম না, তুই তোর মতো কর। ও নিজের মতো বোলিং করলে ভালো করে। আমরা ওকে ওর মতো বোলিং করতে সহায়তা করেছি, এ কারণে ম্যাচটা জিততে পেরেছি। জানি মুস্তাফিজ কী ধরনের বোলার আর কী ধরনের মানুষ।’

আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১৩৫ রানের পুঁজি পেয়েছিল রাজশাহী। তবে এই পুঁজি নিয়েও জয়ের আত্মবিশ্বাস ছিল বলেই জানালেন মিরাজ, ‘আসলে আমাদের শুরু থেকেই বিশ্বাস ছিল, কারণ আমরা যে বোলিং দিকটা অনেক ভালো। বিশ্বাস ছিল আমাদের যে বোলার আছে মুস্তাফিজ-উদানা ওরা ঘুরে দাঁড়াতে পারবে। আমি ছিলাম, হাফিজ ভাই ছিল। সানি ভাইও ছিল। বিশ্বাসটা প্রথম থেকেই ছিল।’

‘যারা আমরা জুনিয়র আছি বিশ্বাস ছিল যে কামব্যাক করতে পারব। জিততে পারবে। এই আত্মবিশ্বাস দিয়েই আমরা জিতেছি। রান কিন্তু বেশি হয়নি আমাদের। ১৩৬ লক্ষ্য। আমাদের বিশ্বাস ছিল যে আমরা জিততে পারব, ঘুরে দাঁড়াতে পারব। এ কারণেই জিতেছি।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়