ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কিলের পাশাপাশি ফিটনেসেও নজর ওয়ালশের

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কিলের পাশাপাশি ফিটনেসেও নজর ওয়ালশের

ক্রীড়া প্রতিবেদক : ‘আপনি অনেক ভালো বোলার। কিন্তু ফিটনেসের কারণে সার্ভিস দিতে পারছেন না; কোনো লাভ হবে না আপনার। আপনি থাকা আর না থাকা একই কথা। এজন্য আমার প্রথম নজর পেসারদের ফিটনেসের দিকে। অবশ্যই স্কিল বাড়ানোর লক্ষ্য থাকবে। কিন্তু সেটা ফিটনেসের বড় কখনই না।’- রোববার কথা গুলো বলছিলেন বাংলাদেশের নবনিযুক্ত পেস বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের তারকা কোর্টনি ওয়ালশ।

 

রোববার বিসিবি কার্যালয়ে ওয়ালশের ও বিসিবির চুক্তি হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকবেন ওয়ালশ।

 

সংবাদ সম্মেলনে ওয়ালশ বলেন, ‘প্রথমেই চেষ্টা করব ব্যক্তিগতভাবে সবাইকে জানা। পেসারকে শক্তির জায়গাগুলো সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করব। আমার জ্ঞানভান্ডারে যতটুকুই জ্ঞান আছে সেটা তাদেরকে দেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকবে। ম্যাচ সম্পর্কে তাদের ভাবনা, পরিস্থিতি সম্পর্কে তাদের মূল্যায়ন কী রকম সেটা জানাই মূল কাজ। এ দুই জায়গায় তাদের নিয়ে কাজ করব। নেটে আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করব। দিন শেষে দল আমাদের থেকে কী চাচ্ছে সেটা পূরণের চেষ্টা থাকবে আমাদের।’ নির্দিষ্ট কোনো বোলারকে নয় বিসিবির আওতাধীন সকলকে নিয়ে কাজ করার ইচ্ছা ওয়ালশের। তার ভাষ্য, ‘আমি নির্দিষ্ট কোনো নামের পিছনে কখনোই দৌড়াইনি।

 

নির্দিষ্ট কোনো নাম কখনোই আমার পছন্দের তালিকায় ছিল না। ধরেন এখন একজনের নাম বললাম কিন্তু দুই-তিন ম্যাচ পর পারফর্ম করল না তখন কি হবে? আমি বাংলাদেশের তরুণ পেসারদের নিয়ে করতে যাচ্ছি এটা নিয়ে আমি উত্তেজিত। তারা বেশ ভালো করছে। আমি যদি তাদেরকে আরেকটু উন্নতি করাতে পারি তাহলে আমার আরও ভালো লাগবে। এটাই আমার মূল লক্ষ্য।’

 

ফিটনেস নিয়ে ওয়ালশ বলেন, ‘আমি সব সময় ফিটনেস নিয়ে চিন্তিত থাকি। যদি ফিটনেস লেভেল ভালো না থাকে তাহলে কোনো পরিকল্পনাই কাজে আসে না। আমি এখানে স্কিলের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করব। শারীরিকভাবে কিভাবে বেশি কাজ করা যায় সেই জিনিসটাই তাদের শেখাব। আমরা আমাদের সময়ে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। এখনও করব। একবার যদি সঠিক পথে কেউ এসে যায় তাহলে পরবর্তীতে কোনো সমস্যাই থাকবে না।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৬/ইয়াসিন/ আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়