ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিয়ালের গোল উৎসবে উড়ে গেল সেল্টা ভিগো

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ১৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালের গোল উৎসবে উড়ে গেল সেল্টা ভিগো

ক্রীড়া ডেস্ক: জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে বড় জয় এনে দিয়েছেন গ্যারেথ বেল।

লা লিগায় আগের ম্যাচে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে হারের তিক্ত স্বাদ পাওয়ায় অনেকেরই মনে হয়েছিল রিয়ালের মনোবল নষ্ট হয়েছে। কিন্তু এক ম্যাচ পরই স্বরূপে ফিরল স্প্যানিশ জায়ান্টরা। শনিবার রাতে সেল্টা ভিগোর জালে গোল উৎসব করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। আর ২৩ মের ফাইনালের আগে দারুণ এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬-০ গোলে জিতেছে তারা।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে আতিথেয়তা দেয় রিয়াল। রোনালদোর অভাব পুষিতে দিতে নিজ কাঁধে দায়িত্ব নেন গ্যারেথ বেল। গোল উৎসবের শুরুটা তাকে দিয়েই। ১৩ মিনিটে মাঝমাঠ থেকে লুকা মডরিচের পাস থেকে বল পান বেল। এরপর নিজেই বল নিয়ে ঢুকে পড়েন সেল্টা ভিগোর রক্ষণভাগে। প্রায় ফাঁকা পজিশন থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন বেল।
 


৩০ মিনিটে ডি বক্সের ভেতর থেকে কোনকুটি শটে সেল্টা ভিগোর গোলক্ষককে পরাস্ত করেন বেল। বল নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে শট নেন বেল। আত্মবিশ্বাসী বেলের দ্বিতীয় গোল।

১ মিনিট পর রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ইসকো। ইনজুরি থেকে ফিরে এসে প্রথম ম্যাচেই গোল পেলেন স্পেনের এ তারকা। ডান পায়ে ডি বক্সের ভেতর থেকে শট নিয়ে গোল করেন ইসকো। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে হাকিমির পা ছুঁয়ে চতুর্থ গোল পায় রিয়াল। করিম বেনজামার বাড়ানো পাসে ডি বক্সের ডানদিকে বল পান হাকিমি। ডানপায়ে জোড়ালো শট নিয়ে বল জালে পাঠান ১৯ বছর বয়সি তরুণ ফুটবলার। 
 


এরপর ৭৪ মিনিটে আত্মঘাতী গোলে পঞ্চম গোলের স্বাদ পায় রিয়াল এবং ৮১ মিনিটে টনি ক্রস সেল্টা ভিগোরে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

লা লিগায় ৩৭ ম্যাচে এটি রিয়ালের ২২তম জয়। ৭৫ পয়েন্ট জিনেদিন জিদানের শিষ্যদের। ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। ৩৬ ম্যাচে ২৭ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট ৯০। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।




রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়