ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে সম্ভাবনা দেখছেন সাকিব

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে সম্ভাবনা দেখছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে তার অনুপস্থিতি দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করেন সাকিব। দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও টি-টোয়েন্টি বাংলাদেশের জন্য কঠিন হলেও ওয়ানডেতে ভালো সম্ভাবনা দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বলেই বিশ্বাস সাকিবের, ‘আমার থাকা না-থাকায় খুব বেশি প্রভাব পড়বে না। কারণ দুনিয়াতে কোনো জিনিসই কারও জন্য অপেক্ষা করে না। আমি আশা করি এবং মন থেকে বিশ্বাস করি, বাংলাদেশ অনেক ভালো করবে দক্ষিণ আফ্রিকায়। ধারাটা অব্যাহত থাকবে। যে যাবে, সে ভালো করবে। দক্ষিণ আফ্রিকা সবার জন্য চ্যালেঞ্জিং। সবার ভেতর বাড়তি চেষ্টাও থাকবে ভালো করার।’

২০০২ ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। চারটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকায় ছয়টি ওয়ানডের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ, একটি পরিত্যক্ত। ২০১৫ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজটা চ্যালেঞ্জিং হলেও ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাকিব।

সিরিজ নিয়ে সাকিবের ভবিষৎবাণী, ‘ফল বলা কঠিন। ভবিষৎবাণী করাও কঠিন ব্যাপার। টেস্ট সিরিজ অবশ্যই কঠিন হবে। ওয়ানডেতে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। টি-টোয়েন্টি বলাটা কঠিন। কারণ ওরকম কন্ডিশনে আমরা ৬-৭ বছরের বেশি সময় খেলিনি। স্বাভাবিকভাবেই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ও টেস্ট বেশি কঠিন হবে।’

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়