ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরচারিতে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরচারিতে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : যুব গেমসের চূড়ান্ত পর্বে রিকার্ভ (তরুণ) এককে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার বিকেএসপির ছাত্র মিশাদ প্রধানের স্বর্ণ জয়ের মধ্যদিয়ে শেষ হলো আরচারি।

আরচারিতে সেরা হয়েছে রাজশাহী বিভাগ। তারা পেয়েছে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য।

সোমবার গাজীপুরের টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনে এই ইভেন্টের তরুণী এককে স্বর্ণ পদক লাভ করেন রাজশাহীর বিকেএসপির ছাত্রী রাবেয়া খাতুন। টিম মিক্স ইভেন্টে স্বর্ণ জিতেছেন রাজশাহীর রাদিয়া আক্তার শাপলা ও তাওহিদ।

রিকার্ভ (তরুণ) টিম ইভেন্টে স্বর্ণ পেয়েছেন ঢাকার ইব্রাহিম শেখ, সাকিব মোল্লা ও আশরাফ মোল্লা। রিকার্ভ (তরুণী) টিম ইভেন্টে স্বর্ণ জয় করেন রাজশাহীর রাদিয়া আক্তার শাপলা, রাবেয়া খাতুন ও হুমাইরা।



উল্লেখ্য রিকার্ভ দুটি গ্রুপে একক, দলীয় ও মিক্স ইভেন্টে ৭টি বিভাগ হতে ২৫ জন তরুণ ও ২২ জন তরুণী মোট ৪৭জন আরচার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়