ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ৩০ মে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ৩০ মে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩০ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে মোহাম্মদপুর থানার এসআই মো. নয়ন মিয়াকে মামলাটি তদন্ত করে আগামী ৩০ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন র‌্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রোববার রাত ৩টার দিকে মেট্রো হাউজিংয়ের ৮ নম্বর রোডে একটি টিনশেড বাসা ঘিরে ফেলেন র‌্যাব সদস্যরা। পরের দিন সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলি হয়। একপর্যায়ে ভেতরে থাকা দুজন বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানান।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়