ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্যালিসের রেকর্ড ছুঁয়ে ইতিহাসে ঠাঁই করে নিলেন রাজা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যালিসের রেকর্ড ছুঁয়ে ইতিহাসে ঠাঁই করে নিলেন রাজা

ক্রীড়া ডেস্ক : ১২ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছে জিম্বাবুয়ে। এমন ড্রয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮০ রান করেন। এরপর বল হাতে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলের বিপর্যয়ের সময় ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। এমন পারফরম্যান্স করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় কোনো অলরাউন্ডার হিসেবে দুই ইনিংসে ৮০ কিংবা তার বেশি রান ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

তার আগে টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে প্রথম কোনো অলরাউন্ডার হিসেবে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এই কীর্তি গড়েছিলেন। ১৯৯৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই অনন্য সেই কীর্তি গড়েছিলেন ক্যালিস। দক্ষিণ আফ্রিকার তারকা এই অলরাউন্ডার প্রথমে ব্যাট করে ১১০ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে ২ উইকেট নেন। পরের ইনিংসে ব্যাট করতে নেমে ক্যালিস করেন অপরাজিত ৮৮ রান। এরপর বল হাতে নেন ৫ উইকেট। তাতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো অলরাউন্ডার হিসেবে দুই ইনিংসে ৮০ কিংবা তার বেশি রান ও ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন।

ক্যালিসের ১৮ বছর পর সিকান্দার রাজা এমন কীর্তি গড়লেন।



রাইজিংবিডি/ঢাকা/২ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়