ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহকের লাশ উদ্ধার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহকের  লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ড্রিম হেভেন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক-আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় ওই লাশ উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেন ফ্রান্সে থাকতেন। ফিনিক্স ফটোগ্রাফি সোসাইটির একটি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে সম্প্রতি দেশে এসেছিলেন বলে জানা গেছে। তিনি হোটেল ওলিও ড্রিম হেভেনের ৮০৯ নম্বর কক্ষে ছিলেন।

শেরে বাংলা নগর থানা পুলিশের এএসআই তপন  জানান, সকালে হোটেলটির ব্যবস্থাপক ফোন দিয়ে জানান, আনোয়ার হোসেনের কক্ষটি ভেতর থেকে বন্ধ। ফোনে কল বা ডাকাডাকি করেও তার সাড়া পাওয়া যাচ্ছে না। এরপর আমরা এসে দরজা ভেঙে মৃতদেহটি পাই। সুরতহাল করার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

আনোয়ার হোসেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়