ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুস্তাফিজের অফকাটার খেলা খুব কঠিন ছিল: হোপ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজের অফকাটার খেলা খুব কঠিন ছিল: হোপ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচ পর কাঙ্খিত জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচ ওয়ানডের শুরুতেও হেরেছিল ক্যারিবীয়রা। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতায় ফেরায় হালে পানি পেয়েছে দলটি।

ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে আজ একাই জিতিয়েছেন সাই হোপ। ম্যাচ জয়ী এমন পারফরম্যান্সের পর ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ শেষ করার প্রত্যাশা তার।

জয়ের জন্য ২৫৬ রান তাড়া করে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হোপের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের দেখা পেয়েছে উইন্ডিজ। সেরা পারফরম্যান্সের পর আজকের ম্যাচ নিয়ে হোপ বলেন, ‘উইকেট কিছুটা স্লো ছিল। বোলাররা কিছুটা ধীর গতিতে বল করলে সেগুলো ব্যাটে পাওয়া কঠিন ছিল। বিশেষ করে মুস্তাফিজের বলগুলো। গুরুত্বপূর্ণ মুহুর্তে তার অফকাটারগুলো মোকাবিলা করা খুবই কঠিন ছিল। স্ট্রোক খেলার জন্য উইকেট সেরা ছিল না। তবে গত ম্যাচের চেয়ে ভালো ছিল।’



অসাধারণ এক সেঞ্চুরিতে দলকে জয় উপহার দেওয়ার পর ওয়ানডে সিরিজে প্রত্যাশা বেড়েছে হোপের। সমতায় ফেরার পর এবার সিলেটে সেই ধারাবাহিকতা ধরে রেখে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের প্রত্যাশা ক্যারিবীয় এ তারকার। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘অবশ্যই আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। আমরা লড়াই করতে এসেছিলাম। এখন ২-১ ব্যবধানে সিরিজ জিতে শেষ করতে চাই।’

অনেক সংগ্রামের পর লম্বা সময় শেষে জয়ের দেখা পেলো এক সময়ের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাই এই জয়ের উদযাপন নিয়ে হোপ বলেন, ‘এশিয়াতে এটা লম্বা সফর ছিল। এবার লাইন পরিবর্তন করাটা দারুণ হয়েছে। ছেলেরা খুব পরিশ্রম করেছে এবং এই জয় পাওয়াতে বেশ খুশি হবে। আমরা দারুণভাবে তা উদযাপন করবো কেননা সম্প্রতি অনেক ম্যাচে আমরা তা করতে পারি না।’



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়