ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কেপটাউনে ফিরছেন আব্বাস

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেপটাউনে ফিরছেন আব্বাস

ক্রীড়া ডেস্ক: সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্ট ৬ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। বছরের প্রথম ম্যাচে নামার আগে সুখবর পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত পেসার মোহাম্মদ আব্বাস। কাঁধের চোটে প্রথম টেস্ট খেলতে পারেননি আব্বাস। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় টেস্টে ছিলেন না ডানহাতি পেসার।

পিসিবির এক সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে তাকে একাদশে রেখে দল সাজাচ্ছে পাকিস্তান। পাশাপাশি উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান সেরা একাদশে জায়গা পাচ্ছেন। রিজওয়ান দলে ঢুকায় কপাল পুড়ছে মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকের। সেঞ্চুরিয়ানে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করেন আসাদ শফিক।

আরেক ব্যাটসম্যান হ্যারিস সোহেলও দলে ঢুকতে পারেন। হাঁটুর চোটে প্রথম টেস্ট মিস করেছিলেন হ্যারিস । তবে তাকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে দলে জায়গা করে নিতে হবে।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ভালো না করলে সিরিজ হাতছাড়া হবে সফরকারীদের। ১১ জানুয়ারি জোহানেসবার্গে হবে সিরিজের শেষ টেস্ট।

পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, হ্যারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহীন-শাহ-আফ্রিদি।



রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়