ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাবি ছাত্রীর মৃত্যু : জামিন পেলেন ৮ চিকিৎসক

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি ছাত্রীর মৃত্যু : জামিন পেলেন ৮ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : ‘ভুল’ চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আট চিকিৎসক আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া চিকিৎসকরা হলেন, প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, ডা. রাশেদ ইউসুফ, ডা. মর্তুজা, লে. কর্নেল ডা. এস এ এম মতলুবুর রহমান, ডা. জাহানারা বেগম (মনা), ডা. মাকসুদা পারভীন, ডা. মাসুদা পারভীন এবং ডা. তপন কুমার বৈরাগী।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৯ মে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমের জামিন মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। বৃহস্পতিবার দুপুরে তিনি  মারা যান। চিকিৎসকের অবহেলায় চৈতির মৃত্যু হয়েছে অভিযোগ তুলে তার সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করেন। পরে ধানমন্ডি থানার পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। এ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/মামুন খান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়