ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তল্লাশির নামে ভীতি প্রদর্শন হচ্ছে : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তল্লাশির নামে ভীতি প্রদর্শন হচ্ছে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির ঢাকা মহানগর শাখার কমিটি ঘোষণার পর থেকে নেতাদের বাসায় তল্লাশির নামে ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।

শনিবার বিএনপির ঢাকা মহানগর শাখার উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই অভিযোগ করা হয়েছে।

ঢাকা মহানগর (উত্তর) এর সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান বলেন, ‘মহানগর কমিটির নেতারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর রাত থেকে পুলিশ ঢাকা মহানগর (উত্তর) এর সব পর্যায়ের নেতাকর্মীর বাসায় পুলিশি তল্লাশির নামে ভয়ভীতি প্রদর্শন করছে। একই সঙ্গে বাসার সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনা ঘটছে।’

এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে গ্রেপ্তার করে বিএনপি নেতাকর্মীদের কারান্তরীণ রেখে গোটা দেশটাকেই কারাগারে রূপান্তরিত করা হয়েছে। গ্রেপ্তারের ভয়ে এখন বিএনপি নেতাকর্মীরা আতঙ্কিত জীবন-যাপন করছে।’

তারা বলেন, ‘দেশব্যাপী গ্রেপ্তারি অভিযানের অংশ হিসেবেই নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশির নামে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। মূলত রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতেই বর্তমান শাসকগোষ্ঠী এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’

ঢাকা মহানগর (দক্ষিণ) এর সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার অপর এক বিবৃতিতে ‘পুলিশি তল্লাশির নামে’ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, ‘দেশব্যাপী গ্রেপ্তারের অংশ হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সহ-সভাপতি আলহাজ নবী উল্লাহ নবী এবং দক্ষিণের নেতা আকবর হোসেন ভূঁইয়া নান্টুসহ অন্য নেতাকর্মীদের বাসায় তল্লাশির নামে হয়রানির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তারা বলেন, গুম, খুন, অপহরণ, হামলা-মামলা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনকে কখনোই স্তব্ধ করা যাবে না। অবিলম্বে এ ধরনের পদক্ষেপ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান নেতৃদ্বয়।




রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়