ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সৌম্যর ওপর আস্থা হারাচ্ছেন না নির্বাচকরা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌম্যর ওপর আস্থা হারাচ্ছেন না নির্বাচকরা

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত খেললেও এই আসরটি হয়তো ভুলে যেতে চাইবেন সৌম্য সরকার। এই আসরে চার ম্যাচে ওপেনিং এ ব্যাটসম্যানের রান হচ্ছে ২৮, ৩, ৩, ০। তবে এই টুনর্মামেন্টে বাজে সময় কাটালেও সৌম্য সরকারের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশের নির্বাচকরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সৌম্য সরকার একদম ভালো খেলছে না, এটা আপনি বলতে পারেন না। কারণ, ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ হয়েছে, আয়ারল্যান্ডে ও কিন্তু ভালো খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো পারেনি। একটা খেলোয়াড়কে এভাবে মূল্যায়ন না করে ভ্যালুটা দেখতে হবে। পুরা বছরের পারফরম্যান্স দেখা উচিত। কোন ম্যাচে কতটুকু করেছে, ধারাবাহিকভাবে কী করেছে।’

ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ত্রিদেশীয় সিরিজে বেশ ফর্মে ছিলেন সৌম্য। সম্প্রতি তার সমস্যা নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘হয়তো ট্যাক্টিক্যালি একটু সমস্যা হচ্ছে অথবা মানসিকভাবে একটু সমস্যা হচ্ছে, এজন্য রান করতে পারছে না। আমার বিশ্বাস, আগামীতে আমাদের যে ক্যাম্প আছে, ওইখানে কাজ করে ও ফিরে আসবে।’

দলে নতুনদের সুযোগ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সবার প্রতি আমাদের নজর আছে। ঘরোয়া ক্রিকেটে কে কোথায় খেলছে, কোন সংস্করণে কীভাবে খেলছে, কোথায় ভালো করেছে, সব আমরা ফলো করছি। আমাদের কিছু টেস্ট খেলোয়াড় অফ ফর্মের জন্য বাদ পড়েছে, তারা কিন্তু ওয়ানডে ভালো খেলছে। একটা খেলোয়াড়কে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের একটা নিয়মের মধ্যে আনতে হবে।   টেস্ট ক্রিকেটে কাউকে যদি রিপ্লেস করি, তাকে সময় তো দিতে হবে। অনেক দেশে দেখবেন, ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করেছে, কিন্তু একটা প্রতিষ্ঠিত খেলোয়াড়ের জায়গায় আপনি কাকে নেবেন। মুশফিকের জায়গায় কেউ আছে, কিংবা মাহমুদউল্লাহ বা সাকিবের জায়গায় কাকে রিপ্লেস করবেন। ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড় তৈরি রাখতে হয়। আল্লাহ না করুক, কেউ ইনজুরি পড়লে যাতে সাথে সাথে আমরা বদলাতে পারি এজন্য। বললেই কাউকে নেওয়া যায় না, একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে। আমরা সিস্টেমেই আছি। আমাদের নজরে সবাই আছে। ’



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/শামীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়