ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘শৃঙ্খলাবিধির গেজেট অসাংবিধানিক’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শৃঙ্খলাবিধির গেজেট অসাংবিধানিক’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির বহু আলোচিত গেজেটকে ‘অসাংবিধানিক ও আত্মঘাতী’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

এই শৃঙ্খলাবিধির মাধ্যমে নিম্ন আদালতের বিচারকরা সম্পূর্ণভাবে ‘সরকারের নিয়ন্ত্রণে চলে গেছেন’ বলেও মত প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মহান বিজয় দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

মওদুদ আহমদ বলেন, ‘নিম্ন আদালতের বিচারকদের চাকরির যে শৃঙ্খলাবিধি সরকার তৈরি করছে, তা সম্পূর্ণ আত্মঘাতী, অর্থহীন এবং অসাংবিধানিক। এটা মাজদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথকীকরণ করার সম্পর্কে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তার সম্পূর্ণ পরিপন্থি।’

‘সুতরাং এখন আর বলা যাবে না যে, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক একটি প্রতিষ্ঠান। এই শৃঙ্খলাবিধি সংবিধানের ২২ অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থি। অর্থাৎ এই শৃঙ্খলাবিধি একটি অসাংবিধানিক বিধিমালা,’ বলেন প্রবীণ এই আইনজীবী।

শৃঙ্খলাবিধির মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের মৃত্যু ঘটেছে মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘এটি সংবিধান পরিপন্থি এবং বিচার বিভাগের স্বাধীনতার ওপর একটি রাজনৈতিক আঘাত।’

‘এই বিধিমালা আইনজীবী সম্প্রদায়সহ দেশের কোনো শ্রেণির মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আশা করি সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এবং নিম্ন আদালতের বিচারকগণ এই শৃঙ্খলাবিধি প্রত্যাখান করবেন।’

তিনি বলেন, ‘বিচারপতি এস কে সিনহা স্মরণীয় হয়ে থাকবেন। কারণ তিনি এর বিরোধিতা করে বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন। বিচার বিভাগের সঙ্গে এস কে সিনহার যে মতবিরোধ ছিল সরকার তাকে বিতাড়িত করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছে।’

আয়োজক সংগঠনের সহসভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্যে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী, সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও অপরাজেয় বাংলাদেশের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়