ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আলো স্বল্পতা এগোতে দেয়নি দক্ষিণ আফ্রিকাকে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলো স্বল্পতা এগোতে দেয়নি দক্ষিণ আফ্রিকাকে

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আলো স্বল্পতা এগোদে দেয়নি দক্ষিণ আফ্রিকাকে। এদিন ভারত তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান তোলে। ২৮ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

শুরুতেই ২ উইকেট হারালেও এবি ডি ভিলিয়ার্স ও ডিন এলগারের ব্যাটিং দৃঢ়তায় ছন্দেই এগোতে থাকে তারা। কিন্তু দিনের খেলা প্রায় দুই ঘণ্টা বাকি থাকতে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। তাতে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলে তৃতীয় দিন শেষ হয় দক্ষিণ আফ্রিকার।

আগের ইনিংসে ২৮ রানের লিড পাওয়ায় ভারতের বিপক্ষে ১১৮ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। ডি ভিলিয়ার্স ৫০ ও ডিন এলগার ৩৬ রান নিয়ে অপরাজিত আছেন। মঙ্গলবার তারা দুজন চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

সোমবার দক্ষিণ আফ্রিকার তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানের মাথায়ই প্রথম উইকেট হারায়। এইডেন মার্করাম ১ রান করে জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ৩ রানের মাথায় হাশিম আমলাও জাসপ্রিত বুমরাহর বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হন। এরপর ডিন এলগার ও ডি ভিলিয়ার্স মিলে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন। তারা দুজন ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন।

অবশ্য আলো স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ না হলে হয়তো দক্ষিণ আফ্রিকার লিডটাকে আরো সমৃদ্ধ করতে পারতেন এই দুই ব্যাটসম্যান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়