ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কথোপকথন প্রযুক্তির কারসাজি : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কথোপকথন প্রযুক্তির কারসাজি : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজশাহীতে বোমা বিস্ফোরণের  ঘটনায় বিএনপির দুই নেতার কথোপকথনের যে তথ্য ওয়েব দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, সেটিকে প্রযুক্তির কারসাজি বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘একটা অডিও বেরিয়েছে, আমাদের দুই নেতার মধ্যে কথোপকথন। যার ওপর ভিত্তি করে আমাদের রাজশাহী জেলার সেক্রেটারীকে  গ্রেপ্তার করেছে। আজকালকার প্রযুক্তির যুগটা আমরা এতো ভালো করে বুঝি, মানুষ এতো ভালো বোঝে।’

‘আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপনও তৈরি করে দেওয়া যায়। কোনো কঠিন কাজ না। আপনারা নিজেরাই দেখতে পারেন কার কতো রকম ছবি বের হয়, এর ঘাড়ে ওর মাথা। এটাই করেছেন আপনারা।’

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ সভার আয়োজন করে।

সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কুষ্টিয়ার মতো বাংলাদেশে এখন আর কোনো জনপদ নেই। কুষ্টিয়ায় প্রশাসনও সন্ত্রাসী হয়ে গেছে।  পুলিশ সেখানে সন্ত্রাসী হয়ে গেছে। ওখানকার যে রাজনৈতিক নেতা, উনি সবচেয়ে বড় সন্ত্রাসী। অথচ এই কুষ্টিয়াতে আওয়ামী লীগের লোকেরা পালিয়ে বেড়াত।’

খালেদা জিয়াকে আটক রাখার জন্য উচ্চ আদালত সহযোগিতা করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘তা না হলে এমন নজির নেই যে, নিম্ন আদালতের জামিন উচ্চ আদালত আটকে দেয়। আমরা বিচার ব্যবস্থার ওপর কীভাবে আস্থা রাখব?’

এনপিপি সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ বক্তব্য  দেন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়