ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালেদার মুক্তি ও তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার মুক্তি ও তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ‘দেশ আজ গভীর সংকটে। দেশে দমন-পীড়নের রাজনীতি চলছে। গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। একুশে আগস্ট গ্রেনেড মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে কেবল জিয়া পরিবারকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার জন্য। আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

কলা অনুষদের প্রাক্তন ডিন ড. সদরুল আমিন বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করেছে। আমি তার অবিলম্বে মুক্তির দাবি জানাই। এমনি পরিস্থিতিতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। শুরু হয়েছে ভুয়া ও মিথ্যা মামলা।’

এসব বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়