ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টপ অর্ডারের দৈন্যদশা কাটবে কবে?

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টপ অর্ডারের দৈন্যদশা কাটবে কবে?

ক্রীড়া প্রতিবেদক : ভুল শট নির্বাচন, দুর্বল ফুটওয়ার্ক, অনিয়ন্ত্রিত শট খেলার প্রবণতা ও আবেগতাড়িত হওয়া; চারে মিলিয়ে টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং চিত্র। বিরুদ্ধ কোনো কন্ডিশন নেই। নেই আহামরি কোনো বোলিং আক্রমণ। নিজেদের চিরচেনা উইকেট আর পরিচিত হোম ক্রাউড। তবুও টপ অর্ডার ব্যাটিংয়ে দৈন্যদশা।

সিলেটের পর ঢাকা টেস্টেও টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ। ঢাকায় প্রথম ইনিংসে ২৬ রানে সাজঘরে ৩ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ১০ রানে নেই ৩ উইকেট, ২৫ রানে ৪টি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসের আগে শেষ আট ইনিংসে দলীয় রান দুইশ ছাড়ায়নি। ব্যর্থতার দায় পুরোটাই ব্যাটসম্যানদের। কিন্তু টপ অর্ডারের দায়টাই যেন বেশি। শেষ ২০ ইনিংসে বাংলাদেশের ওপেনিং, দ্বিতীয় ও তৃতীয় উইকেটে নেই কোনো সেঞ্চুরি জুটি! ভাবা যায়? দলের রান বাড়বে কীভাবে? আর হাফ সেঞ্চুরিও বলার মতো নয়, মাত্র ১৬টি।

ভালো কোনো শুরু এনে দিতে পারেনি উদ্বোধনী জুটি। ওপেনিংয়ে শেষ ১০ টেস্টে ব্যাটিং ওপেন করেছে পাঁচ জুটি। এদের মধ্যে তামিম ও ইমরুল জুটি বেঁধেছেন ৫ ইনিংসে। রান করেছেন ১৩১, সর্বোচ্চ ৭২। ইমরুল ও লিটন ৫ ইনিংসে ওপেন করেছেন। তাদের জুটিতে রান মাত্র ১০২, সর্বোচ্চ ৫৬। এ ছাড়া ৪ ইনিংসে সৌম্য-তামিম ৭৭, সমান ইনিংসে লিটন-তামিম ৪৬ ও ২ ইনিংসে ইমরুল-সৌম্য ২৬ রান করেছেন।

দ্বিতীয় উইকেট জুটিতেও একই দশা। ৭ ইনিংসে জুটি বেঁধেছেন ইমরুল ও মুমিনুল। রান মাত্র ১৩৪, সর্বোচ্চ ৪৮। সমান ইনিংসে লিটন ও মুমিনুলের রান ৭৪। তামিম ও মুমিনুল এ সময়ে খেলেছেন ২ ইনিংস। দুই বাঁহাতি রান করেছেন মাত্র ২৪। এ ছাড়া ইমরুল-তামিম ২ ইনিংসে ২১, তাইজুল-তামিম ১ ইনিংসে ১৮ ও ইমরুল-সৌম্য ১ ইনিংসে করেছেন ৮ রান। সব মিলিয়ে শেষ ২০ টেস্ট ইনিংসে দ্বিতীয় উইকেট থেকে আসেনি কোনো হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি জুটি।



তৃতীয় উইকেট জুটিতেও রেকর্ড তলানিতে। ব্যক্তিগত পারফরম্যান্স বাজে হওয়ায় প্রভাব পড়েছে দলের রানে। শেষ ২০ ইনিংসে ইমরুলের নেই কোনো হাফ সেঞ্চুরি, চল্লিশ পেরিয়েছেন দুবার, ত্রিশে পা দিয়েছেন চারবার, আর দুই অঙ্ক ছুঁতে পারেননি নয় ইনিংসে! যাচ্ছেতাই পারফরম্যান্সে। শেষ ১৩ ইনিংসে লিটনের হাফ সেঞ্চুরির ইনিংস মাত্র একটি। সর্বোচ্চ রান ৯৪ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।

মুমিনুল দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকানোর পর আট ইনিংসে ব্যর্থ। খুঁজেই পাওয়া যাচ্ছিল না চিরচেনা মুমিনুলকে। আট ইনিংসে রান মাত্র ৬৯, সর্বোচ্চ ৩৩। চোটের কারণে দলের বাইরে থাকা তামিমের সাদা পোশাকের পারফরম্যান্সও তেমন ভালো নয়। ১৪ ইনিংসে নেই কোনো সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির ইনিংস তিন ইনিংসে। তিনটিই আবার দেশের মাটিতে। দেশের বাইরে ছয় ইনিংসে সর্বোচ্চ রান ৪৭।

টপ অর্ডারের এমন ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে দল। দায়িত্বশীল হতে হবে ব্যাটসম্যানদের। বুক চিতিয়ে লড়াই করতে হবে। শেষ ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছিলেন, ব্যাটসম্যানদের হতে হবে শৃঙ্খল। টেস্টে ভালো করতে শৃঙ্খলা অত্যন্ত জরুরি। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ব্যাটসম্যানরা ভুল শুধরে ফিরে আসতে পারেন কি না, সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/ইয়াসিন/পরাগ        

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়