ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জমজমাট সুপার লিগের প্রত্যাশায় সুজন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমজমাট সুপার লিগের প্রত্যাশায় সুজন

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড বিকেএসপিতে খেলবে প্রাইম ব্যাংকের বিপক্ষে।

আবহানীর কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন এবারের সুপার লিগ বেশ জমজমাট হবে। এর কারণ প্রথম পর্বের পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান। পয়েন্ট টেবিলে ছয় দলের অবস্থান কাছাকাছি। ১১ ম্যাচে ৯ জয় নিয়ে সবার শীর্ষে গাজী গ্রুপ। এরপরই আছে আবাহনী। ৮ জয় তাদের। সমানসংখ্যক জয় নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক। শেখ জামালের জয় ৭টিতে, মোহামেডানের জয় ৬টিতে। সুপার লিগে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচ দলগুলোর জন্য ডু অর ডাই ম্যাচ। একটি ম্যাচ হারলে শিরোপার দৌড় থেকে ছিটকে যাবে দলগুলো। এজন্য সুপার লিগের উত্তেজনা থাকবে দ্বিগুন।



এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন,‘খুব মজার একটা সুপার লিগ হবে। অনেক বছর পর একটা উত্তেজনাপূর্ণ সুপার লিগ হবে। প্রতিটি দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। সবাই খুব ভারসাম্যপূর্ণ দল। পরবর্তী পাঁচটা ম্যাচ সবার জন্যই অনেক কঠিন।’

আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। প্রথম পর্বে প্রাইম ব্যাংক হেরেছিল ১০৭ রানে। এবার জয় পেতে মুখিয়ে থাকবে ব্যাংক পাড়ার দলটি। সেজন্য বাড়তি মনযোগী আবাহনীর কোচ,‘আমরা আগে হয়তো অনেক ভুল করেছি। সামনে আরো পরিকল্পনা করে খেলব। পরিকল্পনা ঠিকঠাক প্রয়োগ করব। আমরা আগামীকালের ম্যাচটি জিততে চাই।  আবাহনী শিরোপা ধরে রাখতে চায়। খেলোয়াড়রা এ স্বপ্ন দেখছে। আমরা যদি ঠিকঠাক খেলি তবে শিরোপা ধরে রাখার খুব ভালো সম্ভাবনা আছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়