ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা প্রবর্তন হচ্ছে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা প্রবর্তন হচ্ছে

কে এম এ হাসনাত, বাগেরহাট থেকে : আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা প্রবর্তন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেসব পরিবারের সব সদস্য কর দেবেন, তাদের এ সম্মাননা দেওয়া হবে।

বুধবার রাতে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় এ ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জাতীয় সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, মো. মোজাম্মেল হোসেন, মীর শওকত আলী বাদশা এবং এনবিআর সদস্য ফরিদ উদ্দিন আহমদ, কালিপদ হালদার, পারভেজ ইকবালসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আগামী ১ জুলাই ভ্যাট আইন কার্যকর হবে। এ আইন কার্যকর হলে রাজস্বে গতি আসবে।’ এ সময় তিনি ব্যবসায়ীদের রাজস্ব বোর্ডের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানান।

দক্ষিণাঞ্চলের রাজস্ব যাত্রা সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনারা কর দিলে সরকারি কোষাগারে সে কর জমা হয়। তা দেশের উন্নয়ন কর্মসূচিতে কাজে লাগে। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি। আপনাদের করের টাকা সদ্ব্যবহার হয়।  জনগণের করের টাকায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা কর দেব, স্বাবলম্বী হব। জনগণের ওপর করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায়ের সম্ভাবনাময় খাত বের করা হচ্ছে। একই সঙ্গে তা করদাতা বাড়াতেও সহায়তা করবে। আমাদের নীতিমালা হলো দুষ্টের দমন ও শিষ্টের লালন।’

সবাইকে কর দেওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য মোজাম্মল হোসেন বলেন, ‘আমি জীবনে কর ফাঁকি দিইনি। যারা মনে করেন ট্যাক্স দিলে আয় কমে যায় তারা আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। আমি মনে করি ট্যাক্স দিলে সম্পদ কমে না, বরং বাড়ে।’

বাগেরহাটে কয়লাবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যারা বিরোধিতা করে তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘কোথায় সুন্দরবন, আর কোথায় রামপাল!’

এনবিআরের তথ্য ব্যবস্থাপনা ও সেবা সদস্য কালিপদ হালদার বলেন, ‘আগামী দিনে রাজস্ব ব্যবস্থা হবে সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তখন করদাতারা ঘরে বসেই কর দিতে পারবে।’

বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু বলেন, ‘উন্নত জাতি হতে গেলে আমাদের রাজস্ব বৃদ্ধি করতে হবে। তবে দরিদ্র জনগণের ওপর যেন রাজস্ব বোঝা না হয়।’ এ সময় মোংলা বন্দরকে সচল করার দাবি জানান তিনি।

সাংসদ মীর শওকত আলী বলেন, ‘যে পরিবারের সবাই ট্যাক্স দেয় সে পরিবারকে পুরস্কারের দাবি জানাই। আমাদের পরিবারে তিন সদস্য। আমরা সবাই ট্যাক্স দিই।’ তিনি বাগেরহাটে এনবিআরের নিজস্ব বহুতল ভবন নির্মাণের আহ্বান জানান।

বাগেরহাট চেম্বারের সভাপতি লিয়াকত হোসেন কাস্টমসের সব সেবা মোংলায় করার দাবি জানান। তিনি বলেন, ‘বর্তমানে মোংলা ও খুলনা দুই জায়গায় হওয়ায় আমাদের সমস্যা হয়।’

আজ বাগেরহাট থেকে মোংলা বন্দর ও জেটি পরিদর্শন করবেন নজিবুর রহমান। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় গোলাপগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করে বেলা সাড়ে ৩টায় গোপালগঞ্জ সুইমিংপুল জিমনেসিয়ামে রাজস্ব সংলাপে অংশ নেবেন তিনি।




রাইজিংবিডি/বাগেরহাট/ ১৬ মার্চ ২০১৭/হাসনাত/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়