ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অ্যামিরেটসে জিতে শেষ চারের আশায় আর্সেনাল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যামিরেটসে জিতে শেষ চারের আশায় আর্সেনাল

ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রাখতে ইংলিশ লিগ টেবিলে শেষ চারে থাকতেই হবে আর্সেনালকে। সেই লক্ষ্যে গতকাল রাতে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে গানাররা। ঘরের মাঠে আর্সেনালের জয়ে দুটি গোলই করেন চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজ।

অ্যামিরেটস স্টেডিয়ামে অবনমনে চলে যাওয়া সান্ডারল্যান্ডের বিপক্ষে বিপদে পড়তে যাচ্ছিল আর্সেনাল। চেনা মাঠে প্রথমার্ধে দুর্দান্ত সব প্রচেষ্টার পর গোলের দেখা পায়নি তারা। শেষপর্যন্ত ম্যাচের শেষের দিকে আর্সেনালকে উদ্ধার করেন সানচেজ। তার গোলে জয় পাওয়ায় লিগে শেষ চারে থাকার আশা এখনও টিকে থাকল আর্সেনালের।

ইংলিশ লিগে ৩৭ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে বাকি থাকা শেষ ম্যাচটিতে জিততে হবে আর্সেনালকে। শুধু জিতলেই হবে না শেষ ম্যাচে লিভারপুলের হার কিংবা অন্তত ড্র কামনা করতে হবে ওজিল-সানচেজ-জিরুদেরকে।

গতকাল রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান সানচেজ। মেসুত ওজিলের পাস থেকে আর্সেনালকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৮১ মিনিটে দুর্দান্ত এক হেডে নিজের ও দলের ব্যবধান দ্বিগুণ করেন চিলিয়ান তারকা সানচেজ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়