ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জয়ের পর প্রোটিয়াদের জরিমানা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ের পর প্রোটিয়াদের জরিমানা

দক্ষিণ আফ্রিকা দল

ক্রীড়া ডেস্ক : জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকা দলকে জরিমানা করা হয়েছে।

শনিবার চতুর্থ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি ‘পিংক ওয়ানডে’তে নিজেদের জয়ের রেকর্ডটাও অক্ষত রেখেছে প্রোটিয়ারা।

রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফট প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে জরিমানা করেছেন ম্যাচ ফির ২০ শতাংশ। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ১০ শতাংশ।

আগামী ১২ মাসের মধ্যে আবার কোনো ওয়ানডেতে ওভার রেট সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে মার্করাম এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

মার্করাম দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।




রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়