ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৪০ বছর পর মার্শাল...

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ বছর পর মার্শাল...

অ্যান্থনি মার্শালের শট গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে চলে যাচ্ছে

ক্রীড়া ডেস্ক : চার দশকেরও বেশি সময় পর বার্নলির মাঠে প্রিমিয়ার লিগে কোনো গোল পেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর গোলটি করেছেন অ্যান্থনি মার্শাল।

রোববার বার্নলির মাঠ টার্ফ মুরে ম্যাচের ২১ মিনিটে গোলটি করেন মার্শাল। আন্দে হেরেইরার সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ শটে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড।

বার্নলির মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড লিগে সবশেষ গোল পেয়েছিল সেই ১৯৭৬ সালে। সেবার গোলটি করেছিলেন লো ম্যাকারি।

এরপর ২০০৯ সালে ইউনাইটেডকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছিল বার্নলি। ২০১৪-১৫ মৌসুমের শুরুতে গোলশূন্য ড্র হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়