ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ সিরিজ লক্ষ্য ডি ভিলিয়ার্সের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ সিরিজ লক্ষ্য ডি ভিলিয়ার্সের

ক্রীড়া ডেস্ক : আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফর করবে। স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঘরের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দিতে নিজেকে শতভাগ ফিট চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সেজন্য আপাতত নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখছেন ভিলিয়ার্স। পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত। এর আগে নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগস্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনায় বসবেন ভিলিয়ার্স। 

রোববার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে ভিলিয়ার্স বলেন,‘আগামী কয়েক বছর কী ঘটবে তা নিয়ে আগস্টে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনায় বসব।’ 



অধিনায়ক হিসেবে ভিলিয়ার্সের সময়টা ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারার পর টি-টোয়েন্টি সিরিজও একই ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। মাঝে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভিলিয়ার্স, আমলারা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না মারকুটে এ ব্যাটসম্যান। দেশে ফিরে সন্তান সম্ভবা স্ত্রী ড্যানিয়েলের পাশে থাকবেন ভিলিয়ার্স। তার ভাষ্য,‘আমি বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি। আমার ঘরের নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানাতে মুখিয়ে আছি। এছাড়া নিজেকে আরও ফিট করতে চাচ্ছি। বাংলাদেশ আসার আগেই অর্থ্যাৎ সেপ্টেম্বরের আগেই নিজেকে প্রস্তুত রাখতে চাই।’   

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর ভিলিয়ার্স ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। কিন্তু এখন বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ভিলিয়ার্স। এক প্রশ্নের জবাবে বলেন,‘আমার স্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জয় করা অথবা কোনো না কোনোভাবে এর অংশ হওয়া। তবে আমার মনে হচ্ছে সিদ্ধান্তটা আমার হাতে নেই। আমি কোচের চূড়ান্ত সিদ্ধান্ত জানব, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গেও আলোচনায় বসব।’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর। এরপর হবে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ২৯ অক্টোবর।  



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়