ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

অধিনায়কত্ব ছাড়লেন ম্যাথুস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ১২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিনায়কত্ব ছাড়লেন ম্যাথুস

অ্যাঞ্জেলো ম্যাথুস

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন ধরনের ক্রিকেট থেকেই মঙ্গলবার তিনি নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন।

দুদিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের কাছে হারের পর ম্যাথুস বলেছিলেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম বাজে সময়ের একটি। জানিয়েছিলেন, নির্বাচকদের সঙ্গে আলোচনার পর নিজের নেতৃত্বের ভবিষ্যত চূড়ান্ত করবেন। এর একদিন পরেই তিনি নেতৃত্ব ছাড়লেন।

২০১৩ সালে ২৫ বছর বয়সে অধিনায়ক হয়ে ৩৪ টেস্ট, ৯৮ ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন ম্যাথুস।

তার নেতৃত্বে ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতে শ্রীলঙ্কা। সিরিজে তিনি নিজে করেছিলেন দারুণ পারফরম্যান্স। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব মিলিয়ে আগে মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল শ্রীলঙ্কা, সেই অস্ট্রেলিয়াকে গত বছর হোয়াইটওয়াশ করে ম্যাথুসের দল।

সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আছে। ম্যাথুসের নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার পারফরম্যান্স ছিল হতাশাজনক। শ্রীলঙ্কা টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়