ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুস্থ আছেন ডেভিড ওয়ার্নার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৫, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুস্থ আছেন ডেভিড ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সফরকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে নিজেদের শানিয়ে নিতে ব্যস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডারউইনে নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বাউন্সারের আঘাতে চোট নিয়ে গতকাল মাঠ ছাড়েন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল জশ হ্যাজেলউডের বাউন্সার ঠিকমতো খেলতে না পারায় ওয়ার্নারের ঘাড়ে আঘাত হানে। আঘাতের পর মাটিতে পড়ে যান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়ার টিম ডক্টর রিচার্ড স এর সঙ্গে মাঠ ছাড়েন ৩০ বছর বয়সি এ তারকা। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানানো হয় অস্ট্রেলিয়ান এ ওপেনারের চোট গুরুতর নয়। সুস্থ থাকায় আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল জানিয়েছে, ‘গলায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর ডেভিড ওয়ার্নার সুস্থ আছেন। মেডিক্যাল পরীক্ষায় পাস করেছেন তিনি। বুধবার সকালে মাঠে নামতে পারেন তিনি।’

ওয়ার্নারের ফেরা নিয়ে অস্ট্রেলিয়া দলের প্যাটি কামিন্স বলেন, ‘ডেভি সুস্থ আছেন জেনে ভালো লাগছে। সে কিছুটা মাঝারি ধরনের চোট পেয়েছিল। তবে তার সঙ্গে কথা বলে জেনেছি সে সুস্থ রয়েছে। এটা অনুশীলন ম্যাচ বলে আগামীকাল (আজ) সে হয়তো দলের বাইরে থাকতে চাইবেন না। কেননা ওয়ার্নার দারুণ ছন্দে রয়েছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়