ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক : সিলেটবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে। এবার তাদের আঙিনায় যাচ্ছে পুরো বাংলাদেশ দল। সাকিব-তামিম-মাশরাফিরা এবার জাতীয় দলের জার্সিতে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

আর এ ম্যাচের মধ্য দিয়ে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল খাতা খুলবে। যদিও এরই মধ্যে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগের পর সিলেটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। চোখ ধাঁধানো স্টেডিয়াম দেখে মুগ্ধ দেশি-বিদেশি ক্রিকেটাররা। সবশেষ বিপিএলে সিলেটে আট ম্যাচ আয়োজন করেছিল বিসিবি। তাতেই মান রাখতে পেরেছে সিলেট। তাই এবার বাংলাদেশ দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে সিলেট স্টেডিয়াম।

দ্বিপাক্ষিক সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিলেটে খেলবে দুই দল। দিবারাত্রির ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি।  দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। পরদিন সিলেট যাবে দুই দল। একদিন অনুশীলন করে পরদিন হবে দুই দলের মহারণ।

এর আগে দ্বিপাক্ষিক সিরিজের টেস্ট ম্যাচ খেলবে দুই দল। চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। দ্বিপাক্ষিক সিরিজের আগে দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে।

প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজ ও দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ দলের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়