ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সর্বোচ্চ গোলে পিচিচি ট্রফি মেসির

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ১৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সর্বোচ্চ গোলে পিচিচি ট্রফি মেসির

ক্রীড়া ডেস্ক:  নিজের সমৃদ্ধ ট্রফির শোকেসে আরও একটি পুরস্কার যোগ হল লিওনেল মেসির। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলের জন্য পিচিচি ট্রফি জিতলেন বার্সেলোনা সুপারস্টার। সোমবার মর্যাদার এ ‍পুরস্কার হাতে তুলেন আর্জেন্টাইন এ তারকা।

রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৪-০ ব্যবধানে বার্সার জয়ের পরই এমন পুরস্কার পেলেন মেসি। ওই অনু্ষ্ঠানে পিচিচি ট্রফির সঙ্গে আলফ্রেডো ডি স্টেফানো ট্রফিও পান মেসি।

অ্যাটলেটিকো বিলবাওয়ের প্রাক্তন স্ট্রাইকার রাফায়েল ‘পিচিচি’ মোরেনো অ্যারানজাদির নামে পিচিচি ট্রফি দেওয়া হয়। প্রতিবার স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সেরা গনমাধ্যম মার্কা মৌসুমের সর্বোচ্চ গোলদাতার হাতে এই পুরস্কার তুলে দেয়।

গত মৌসুমে ৩৪ ম্যাচে লা লিগায় সর্বোচ্চ ৩৭টি গোল করেন মেসি। যা তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের চেয়ে দুই গোল বেশি ছিল। সোমবার মার্কার স্পোর্টস জার্নাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্পেনের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এর পুরস্কার উঠে মেসির ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার হাতে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়