ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লঙ্কানদের ১৯৯ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লঙ্কানদের ১৯৯ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ফাইনালের লক্ষ্যে টস জিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে পেরেছে জিম্বাবুয়ে।

স্কোর: জিম্বাবুয়ে ১৯৮/১০ (৪৪ ওভার)।

আউট:  মুজারাবানি (০) ক্রেমার (৩৪), জারভিস (৫), টেলর (৫৮), মুর (০), ওয়ালার (২৪),রাজা (৯), মিরে (২১), মাসাকাদজা (২০), আরভিন (২)।

চলমান সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় ১২ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি দু’দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে লঙ্কানরা শক্তিশালী হলেও তাদের বিপক্ষে প্রথম ম্যাচের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসের জ্বালানি নিচ্ছে মাসাকাদজা-সিকান্দার রাজারা।

অন্যদিকে জিম্বাবুয়ের পর সবশেষ বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রানে হেরে তলানির দিকে রয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। তাই সিরিজে টিকে থাকতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা দিতে চাইবে তারা। মিরপুর শেরে-ই-বাংলায় আজ দুই দলের মধ্যকার এ ম্যাচটি দুপুর ১২টায় শুরু হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়