ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যস্ত সিডিউলের আগে দীর্ঘ বিশ্রামে ক্রিকেটাররা!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যস্ত সিডিউলের আগে দীর্ঘ বিশ্রামে ক্রিকেটাররা!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে জুনে। আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে পারে ভারতের দেরাদুনে।

এর আগে দীর্ঘ বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী চাপ সামলাতে এ দীর্ঘ ছুটি ক্রিকেটারদের জন্য অত্যাবশ্যক। দীর্ঘ বিশ্রামের সময়টা পরবর্তীতে খুব কাজে আসবে ক্রিকেটারদের।কারণ আফগানিস্তানের সিরিজের পরপরই আন্তজার্তিক ক্রিকেটে ব্যস্ত সময় পাড় করবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিদাহাস ট্রফি থেকে দেশে ফিরে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার নেমে পড়েছিলেন মাঠে। দুই ক্রিকেটার চলে গিয়েছিলেন পাকিস্তানে খেলতে। অন্যান্য ক্রিকেটাররা দ্রুতই ফিরবেন। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন আট ক্রিকেটার, আইপিএল খেলতে যাবেন দুজন আর বাকিরা থাকবেন বিশ্রামে।

ঢাকা লিগ শেষ হওয়ার পরপরই শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।বিসিএলের প্রথম তিন রাউন্ড হয়েছিল ঢাকা লিগ শুরুর আগে। ঢাকা লিগের পর হবে শেষ তিন রাউন্ডের খেলা। এরপর মাসখানের বিশ্রাম। তবে বিশ্রামটা অতো বড় হবে না সেটাও নিশ্চিত। বিরতি দিয়ে দিয়ে ক্রিকেটারদের ক্যাম্প করানোর ইচ্ছা বিসিবির।

ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মিরপুরে আজ বলেছেন,‘ওদের একটা ব্রেক খুব দরকার হয়ে গেছে। আমাদের সামনে বড় সিডিউল। কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে। বাংলাদেশ কিন্তু এত ঘন ঘন ম্যাচ আগে খেলেনি। সামনে দুই বছরে যা খেলবে। সুতরাং ইনজুরি আর অফ ফর্মে যাওয়ার সুযোগও থাকবে। অনেকগুলো খেলোয়াড়কে স্ট্যান্ডবাই রাখতে হবে। দুইটা দল তৈরি রাখতে হবে। কারণ, ইনজুরি একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে।’

জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর পরই বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। এরপর দেশে ফিরে খেলবে এশিয়া কাপ। এরপর অস্ট্রেলিয়া সিরিজ। যদিও অস্ট্রেলিয়া সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া সিরিজ না হলে জাতীয় ক্রিকেট লিগ খেলবে ক্রিকেটাররা। এরপর বিপিএল, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। দীর্ঘ সিডিউলের কারণে দীর্ঘ বিশ্রামটা খুবই অত্যাবশ্যক তা বলার অপেক্ষা রাখে না।

তবে বিশ্রাম মানেই যে শুয়ে-বসে কাটাবে তেমনটা না। ফিটনেস ঠিক রাখতে ক্রিকেটারদের দিয়ে দেওয়া হবে ফিটনেস ওয়ার্ক। বিশ্রামে থাকাকালিন সময়ে কোনো দিন দৌড়াবে তারা, কোনো দিন জিম করবে। জানা গেছে, বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ‘এ’ দল। আন্তর্জাতিক সিরিজ না থাকায় বাংলাদেশ ‘এ’ দলে দেখা যাবে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে। সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও জাতীয় দলে গত এক বছর খেলা অনেক ক্রিকেটারই থাকবে হোম সিরিজে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মাররা তো থাকবেনই।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়