ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অ্যাটলেটিকো ছাড়ছেন তোরেস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাটলেটিকো ছাড়ছেন তোরেস

ফার্নান্দো তোরেস

ক্রীড়া ডেস্ক : এই মৌসুম শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়বেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস।

এই মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি তোরেস। রোববার লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাটলেটিকোর ১-১ গোলে ড্র ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয় তাকে।

ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে ৩৪ বছর বয়সি তোরেস বলেছেন, ‘অ্যাটলেটিকোতে এটাই আমার শেষ মৌসুম। আপনারা দেখে থাকবেন আমি খুবই কম খেলছি।’

অ্যাটলেটিকোতে দুর্দান্ত খেলেই নিজেকে বিশ্বমঞ্চে চিনিয়েছিলেন তোরেস। ২০০০ সাল থেকে সাত বছর অ্যাটলেটিকোতে খেলার পর যোগ দেন লিভারপুলে। এরপর চেলসি ও এসি মিলান ঘুরে ২০১৪ সালে ফেরেন অ্যাটলেটিকোতে। নিজের শৈশবের ক্লাবে দুই স্পেলে ১২৬ গোল করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২০১২ সালে চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ী দলেও ছিলেন।

ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না বলেই জানালেন তোরেস, ‘আমি সমর্থকদের জানাতে বাধ্য হয়েছি। এটি মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। দ্বিতীয়বার বিদায় বলাটা খুব কঠিন। আমার লক্ষ্য ছিল এখানে খেলেই বুট জোড়া তুলে রাখব। আমি আরো দুই, তিন বা পাঁচ বছর খেলতে চাই।’

তার ক্লাব অ্যাটলেটিকো জানিয়েছে, ২০ মে ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে তোরেসকে সম্মান জানাবে তারা। অ্যাটলেটিকোর দরজা তোরেসের জন্য সব সময় খোলা থাকবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি এনরিক সেরেজো, ‘ফার্নান্দো তোরেস আমাদের ক্লাবের একজন কিংবদন্তি। তার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের দরজা সব সময় খোলা থাকবে।’




রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়