ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ভারত গেল বাংলাদেশ বেসবল দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ভারত গেল বাংলাদেশ বেসবল দল

ক্রীড়া প্রতিবেদক : ১২ বছরের মাথায় প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে ভারত গিয়েছে বাংলাদেশ বেসবল দল।

আজ শুক্রবার সকালে আগড়তলা হয়ে সড়কপথে ভারত গিয়েছে বেসবল দল। বাংলাদেশ বেসবল দলের এই প্রথম কোনো  আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

অ্যামেচার বেসবল ফেডারেশন অব ইন্ডিয়ার আয়োজনে ২২ থেকে ২৮ এপ্রিল আসাম রাজ্যের গৌহাটিতে হবে এবিএফআইপি প্রেসিডেন্সিয়াল কাপ বেসবল টুর্নামেন্ট-২০১৮। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নিবে ৮টি দল। সেখানে আন্তর্জাতিক বেসবলে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ দলের। অন্য দেশগুলো হল ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, ইরান ও ভুটান।

৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল ও সেখান থেকে দুটি দল ফাইনাল খেলবে। আগামী রোববার বিকেল সাড়ে তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন হবে।

বাংলাদেশ যেহেতু প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে সেহেতু বড় কিছুর প্রত্যাশা করছে না। এই টুর্নামেন্টে ২৮ সদস্যের বাংলাদেশ দল অংশ নিবে। যেখানে খেলোয়াড় ১৯ জন। আর কোচ-কর্মকর্তা ৯ জন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়