ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বার্সায় যাচ্ছেন না গ্রিজমান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সায় যাচ্ছেন না গ্রিজমান

আঁতোয়ান গ্রিজমান

ক্রীড়া ডেস্ক : আঁতোয়ান গ্রিজমান বার্সেলোনায় চলে যেতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল জোরেশোরেই। লিওনেল মেসিও তাকে সতীর্থ হিসেবে চেয়েছিলেন। তবে ফরাসি এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত জানালেন, তিনি অ্যাটলেটিকো মাদ্রিদেই থাকছেন।

রীতিমতো ঘটা করেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন গ্রিজমান। বৃহস্পতিবার তিনি স্প্যানিশ একটি টেলিভিশনে সম্প্রচারিত একটি তথ্যচিত্রে ওয়ান্ডা মেত্রোপলিটানোতে থেকে যাওয়ার কথা নিশ্চিত করেন। ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ ছেড়ে তিনি অ্যাটলেটিকোতে যোগ দিয়েছিলেন।

গ্রিজমানের বার্সায় যাওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। গত মাসে বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ জানান, গ্রিজমানের এজেন্টের সঙ্গে তার কথা হয়েছে। গুঞ্জনটা জোরালো হওয়ায় গ্রিজমান নিজেই জানান, তিনি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

বৃহস্পতিবার সিদ্ধান্তটা জানালেন গ্রিজমান, ‘আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অ্যাটলেটিকোর উন্নতির জন্য তারা সবকিছু করছে, যাতে তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে পারে; আশা করি নিজেদের মাঠেই (২০১৯ সালে)।’

মাদ্রিদের ক্লাবটির হয়েই ইতিহাসে নাম লেখাতে চান ফরাসি এই ফরোয়ার্ড, ‘অ্যাটলেটিকোর হয়ে কিছু করার আছে বলে মনে করছি। যদি, তারা ভালো খেলোয়াড় কেনে, তাহলে আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারি এবং ক্লাবের ইতিহাসে ঠাঁই পেতে পারি। এখানে আমি ইতিহাস লিখতে পারি কিন্তু বার্সেলোনায়, আমি শুধু আরো একজন বেশি হতাম।’

অ্যাটলেটিকোয় থেকে যাওয়ার সিদ্ধান্তটা তিনি অনেক ভেবেচিন্তেই নিয়েছেন বলেও জানালেন গ্রিজমান, ‘সিদ্ধান্তটা আমি শতভাগ নিশ্চিত হয়ে নিয়েছি। যেমনটা রিয়াল সোসিয়েদাদে নিয়েছিলাম বা এখানে আসার সময় নিয়েছিলাম। এ নিয়ে আমি আক্ষেপ করব না।’

তথ্যসূত্র : ফোর ফোর টু।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়