ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। এমনটাই জানিয়েছেন জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত।

মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৭২ রান তাড়ায় জিম্বাবুয়ে ৪৮ রানের উদ্বোধনী জুটির পরও একশর মধ্যেই হারিয়েছিল ওপরের দিকের পাঁচ ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত করতে পারে ২৪৩। কোচ তাই দায়িত্ব নিতে বলছেন ওপরের পাঁচ ব্যাটসম্যানকে।

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে রাজপুত বলেছেন, ‘শেষ ম্যাচটার দিকে যদি তাকান, আমাদের ভালো ব্যাটিং করা উচিত ছিল। ওপরের পাঁচ ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে। যদি একজন ব্যাটসম্যানও বড় ইনিংস খেলতে পারে, আমরা অবশ্যই দাপটের সঙ্গে খেলতে পারব। তারপরও আমরা যেভাবে লড়াই করেছি তাতে আমি খুশি। উইলিয়ামস ও জার্ভিস সত্যিই ভালো ব্যাটিং করেছে। চেফাস (ঝুওয়াও) ভালো শুরু করেছিল। কিন্তু কিছু জায়গায় আমাদের কাজ  করতে হবে। প্রধান জায়গাটা সেরা পাঁচ।’

ডেথ ওভারে বোলিংয়েও ভালো করার তাগাদা দিচ্ছেন জিম্বাবুয়ের কোচ, ‘প্রথম ৩০-৩৫ ওভারে আমরা সত্যিই ভালো বোলিং করেছি। আমাদের ডেথ ওভারের দিকে নজর দিতে হবে। মাঝের ওভারগুলো ব্যাটসম্যানের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দুটি ব্যাপারই দেখেছি।  আশা করি, এই ম্যাচে আমরা ভালো করতে পারব।’

গত মার্চে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়ার পর প্রধান কোচ হিথ স্ট্রিকসহ কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছিল জিম্বাবুয়ে। এরপর প্রথমে তিন মাসের জন্য এবং পরে দীর্ঘমেয়াদী দায়িত্ব দেওয়া হয় রাজপুতকে। এই সময়ে তার অধীনে ১৫ ম্যাচের সবগুলোই হেরেছে জিম্বাবুয়ে। এর মধ্যে ৯টি ওয়ানডে, বাকি ৬টি টি-টোয়েন্টি।

জুলাই-আগস্টে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে ৯ ম্যাচ হেরেছিল, সেখানে বেতনভাতা জটিলতায় শীর্ষ ক্রিকেটারদের অনেককেই পায়নি জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা সফরে সবাই ফিরলেও সেখানে ৫ ম্যাচের সবগুলোই হারে তারা। এরপর বাংলাদেশে এসে প্রথম ওয়ানডেতে হার।

তবে তার দল পরাজয়ের বৃত্ত ভাঙার খুব কাছেই আছে বলে বিশ্বাস রাজপুতের, ‘এটা অনেক বড় তালিকা (হারের), প্রথম আট ম্যাচে আমরা আমাদের সিনিয়র খেলোয়াড়দের পাইনি। এখন তারা ফিরে এসেছে। আমরা জয়ের কাছে যাচ্ছি, কিন্তু শেষটা করে আসতে পারছি না। দক্ষিণ আফ্রিকায় ১০০ রানে ৭ উইকেট নিয়েছিলাম (ওয়ানডেতে), কিন্তু আমরা জিততে পারিনি। এমনকি টি-টোয়েন্টিতেও। আমরা সবাইকে একসঙ্গে পেয়েছি, দিনটা শিগগিরই আসবে, যেদিন আমরা শেষ করে আসতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়